সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে লৌহজংয়ে শোকের আবহাওয়া
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:৩৪ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩২
দীর্ঘ দিন রোগ ভোগের পর প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার মৃত্যুতে লৌহজংয়ে গভীর শোক নেমে এসেছে।
তারঁ মৃত্যুতে সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা নুহু-উল-আলম লেনিন, বীর মুক্তি যোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, বিক্রমপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক লেখক মহিউদ্দিন খান মোহন, শামসুদ্দিন পাঠান, অসীম কুমার দাস, অবারিত বাংলার নির্বাহী পরিচালক ও গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃিষ্ট্রান ঐক্য পরিষদের লৌহজং শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জীব মন্ডল, উপজেলা পূজা উদয়াপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব সাহা, বংগবন্ধু পরিষদ লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির, প্রবীন সাংবাদিক গ্রামনগর বার্তার সম্পাদক অলক কুমার মিত্র, বার্তা সম্পাদক কাজী আরিফ, যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু সহ খিদির পাড়া ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোক জানিয়েছেন।
বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অলক মিত্র জানান,মরহুম শাহজাহান ভাই এই সংগঠনের গোড়াপত্তনে শীর্ষস্থানীয় ভূমিকা রাখেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত