সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কচুয়ায় বিএমএস এফ এর মানববন্ধন
প্রকাশ: ২২ মে ২০২১, ১৯:২৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় থেকে সাড়ে বারটা পর্যন্ত বাংলাদেশ মফ¯^ল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)কচুয়ার উদ্যোগে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে রোজিনা ইসলামের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতি বিলম্বে যেন তাকে মুক্তি সহ এসময় তাকে নির্যাতন কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা উল্লেখ্য করেন অন্যথায় অনুসন্ধানী সাংবাদিকতা বাঁধাগ্রস্ত হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এর বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি, দৈনিক সমাজের কথার বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আরিফুর ইসলাম, জাতীয় পার্টি বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার সভাপতি নুরুল হুূদা মিয়া (হাদি), দৈনিক পূর্বা াল ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি দিহিদার জাহিদুল ইসলাম (বুলু), দৈনিক অনির্বাণ পত্রিকার কচুয়া প্রতিনিধি ক মীর আওসাফুর রহমান মারুফ, দৈনিক ভোরের কলাম, দৈনিক শিরোমনি পত্রিকা ও অনুভূতি টিভির কচুয়া প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন ও দৈনিক নিউজ ৭১ পত্রিকার প্রতিনিধি সূর্য্য চক্রবর্তী, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার কচুয়া প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক গনতদন্ত্র ও দৈনিক সমাজের কথা পত্রিকার কচুয়া প্রতিনিধি শেখ রাকিবুল হাসান, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক তথ্য পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃতরিকুল ইসলাম তারেক, দৈনিক প্রবাহ পত্রিকার কচুয়া প্রতিনিধি ওলিউজ্জামান উজ্জ্বল, দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃতুহিন খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম, দৈনিক আমার একুশ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কচুয়া প্রতিনিধি মিরাজুল ইসলাম সজীব ,দৈনিক নবরাজ পত্রিকার কচুয়া প্রতিনিধি আঃকাইউম হাওলাদার,মানবাধিকার খবরের কচুয়া প্রতিনিধি শরীর তুহিন মাহামুদ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত