সাংবাদিক তোয়াব খানের সুস্থ্যতা কামনায় দোয়া

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৯:২০ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৪:৪০

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক তোয়াব খানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘরের আয়োজনে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামে এই দোয়া অনুষ্ঠিত হয়। 

তোয়াব খানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পিসি ডেমা বাইতুন নূর মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। এসময়, ডেমা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শেখ আছাদুজ্জামান, সাধারণ শেখ তানজিম তানজু,  বাইতুন নূর মসজিদের মোয়াজ্জেন হাফেজ আল আমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত