সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ১৮:১৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২১:১৮
৪ ডিসেম্বর (শনিবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব বাজারে মাই টিভির সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে গণ মাধ্যম কর্মীবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালিত করেন।
উক্ত মানববন্ধনে বলা হয়, গত ১১ নভেম্বর’২১ তারিখে ইউপি নির্বাচনে আটমূল ইউনিয়নের নৌকার প্রার্থী মিজানুর রহমান নিজের ভোট না করে বিদ্রোহী প্রার্থী বেলালের পে ভোট করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার জন্য নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান কর্তৃক মাই টিভির সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবীতে পিবর বাজারে গণমাধ্যম কর্মীবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালিত করেন।
এতে বক্তব্য রাখেন নামুজা-বুড়িগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রহমান, জাহেদুল ইসলাম, বাকী বিল্লাহ, গোলজার রহমান,সাইফুল ইসলাম, তাহেরা জামান লিপি সহ অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত