সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে আদমদীঘি জামায়াতের ইফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ১৮:৪১ |  আপডেট  : ৪ মার্চ ২০২৫, ০১:৫৬

রহমাত, মাগফিরাত ও নাজাতের মাহে রমাদান তাকওয়া অর্জনে মাহে রমদানের শিক্ষা ও আমাদের করণীয় বিষয়ে সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (০৩ মার্চ) বিকালে উপজেলা জামায়াতের অফিসে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুর নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, সহ-সেক্রেটারী আব্দুল জোব্বার, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, ডাঃ ইউনুছ আলী, জামায়াত নেতা গোলাম মোস্তফা, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড. সোহেল আলম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওঃ কামরুল ইসলাম, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজির রহমান, এহসানুল হক খান সবুর, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মোত্তালিব মতি, সাইফ হাসান খান সৈকত, মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, সেক্রেটারী মানিক, শ্রমিক নেতা গোলাম আজম, ফরিদুল ইসলাম, যুব জামায়াত নেতা তরিকুল ইসলাম, আহসান হাবীব তুহিন, রাহী, আব্দুল মালেক, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত