সাংবাদিক অরুণ বসু মারা গেছেন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১২:০৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:২১

সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরুণ বসু।

অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। ৫ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

করোনা সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। ঠান্ডা জ্বর ও জন্ডিস থেকে সেরে ওঠার পর তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন অরুণ বসু।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত