সহযোদ্ধা একাত্তর আয়োজিত তপন কৃষ্ণ দাস স্মরণে শোক সভা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ২২:৫২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:১৪
আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা সংগঠন সহযোদ্ধা একাত্তর কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংগঠনের সহসাধারণ সম্পাদক তপন কৃষ্ণ দাসের অকাল প্রয়াণে ঢাকার রেড ক্রিসেন্ট ভবনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অনলাইন পোর্টাল গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নানের সভাপতিত্বে এক শোক সভা সংগঠনের সাধারণ সম্পাদক লেখক হামিদুল আলম সখার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতি খান নজরুল ইসলাম হান্নান তার ব্যক্তিগত জীবনে তপন কৃষ্ণ দাসের সাথে সম্পর্কের নানা দিক তুলে ধরেন।
সভায় প্রয়াত তপন কৃষ্ণ দাসের কর্মময় জীবনের উপর আলোচনা করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সর্ব জনাব চৌধুরী নূরুল হুদা, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আজিজুল হক, আইন ও মানবাধিকার সম্পাদক সুবোধ চন্দ্র দাস, দপ্তর সম্পাদক লায়ন মোঃ আবুল হাসতেম, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুবোধ চন্দ্র দাস, নির্বাহী সদস্য অলক কুমার মিত্র, মো.শহিদুল ইসলাম আহাদ, শায়লা রহমান তিথি, শাহজাহান শাজু প্রমূখ।
তপন কৃষ্ণ দাসের বাড়ি লৌহজংয়ের ঝাউটিয়া গ্রামে। সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত