সরিষাবাড়ীতে প্রতিমা ভাংচুরের অভিযোগ

  ছাইদুর রহমান,জামালপুর প্রতিনিধি :

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬

জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর এলাকার শ্রী শ্রী শ্বাশান কালিমাতা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ  ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর)  দিবাগত  রাতে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় মহা শ্মাশান কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা এ সময় মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর, দানবাক্স ও প্রতিমার স্বর্ণলংকার নিয়ে যায় বলে জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ।

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার ও পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরের লোকজন বাড়ি চলে যায়। এরপর শুক্রবার ভোরে পূজা দিতে গেলে মন্দিরের গেট খোলা দেখতে পায়। এসময় মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় কালি মুর্তি, মহাদেব, ডাকুনি, ঝুকুনি, শীতলা, শেয়াল পন্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমাগুলো দুর্বৃত্তরা ভাংচুর ও দানবাক্স, প্রতিমার স্বর্ণলংকার নিয়ে যায়।পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দিলে থানার ওসি, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ। 

সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া বলেন, মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান তিনি। 
 

 

গ্রামনগরবার্তা/কা/আ

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত