সরস্বতী পূজায় প্রথম নারী পুরোহিত
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫১ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫
প্রথা ভেঙে নারী পুরোহিতে পূজিত হলেন বিদ্যার দেবী।
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজায় এবার অন্যরকম এক ইতিহাস গড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। প্রাচীন যুগ থেকেই পূজা-পার্বণে পুরুষের আধিপত্য। পূজার পৌরোহিত্য করে থাকেন ব্রাহ্মণ পুরুষেরাই। নারীরা বাকি সব কাজে অংশগ্রহণ করলেও পুরোহিতের কাজে তাদের দেখা পাওয়া বিরল ঘটনা। এবার সেই বিরল দৃশ্যের সাক্ষী হলো জবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পূজা পালন করা হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে । বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭টি মন্ডপে সরস্বতী পূজা উদযাপন হয়েছে। এর মধ্যে ইংরেজি বিভাগের পূজাতে পুরোহিত ছিলেন একই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।
সমাদৃতা ভৌমিক সংবাদকে বলেন, ‘আমাদের সনাতন শাস্ত্রমতে কোথাও বলা নেই যে নারী পুরোহিত পৌরোহিত্য করতে পারবে না। তবে সমাজের সম্মানীয় কাজগুলো এখনও পুরুষদের দখলে। একারণে নারী পুরোহিতদের কটূ দৃষ্টিতে দেখা হয়। তবে আমার বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি পৌরোহিত্য করতে উদ্বুদ্ধ হয়েছি।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাদৃতা বলেন, ‘পুরুষ ডমিনেশনের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি নারীরাও পারে। এই উদ্যোগের কারণ ছিল মানুষকে দেখানো যে শুধু পুরুষ নয়, নারীরাও পারে পূজা করতে। স্ক
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম নারী পুরোহিত কোনো পূজা সম্পন্ন করলো। আমরা তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছি। নারী পুরোহিতদের আমরা স্বাগত জানাই।’
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত