‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১৪:০০ |  আপডেট  : ৩ মে ২০২৪, ০১:২১

না ফেরার দেশে চলে গেলেন চাইম ব্যান্ডের শিল্পী খালিদ; তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। সোমবার সন্ধ্যায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন খালিদ, সঙ্গে সঙ্গেই তাকে নেওয়া হয়  রাজধানীর পান্থপথের কমফোর্ট হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রখ্যাত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ।

খালিদের অধিকাংশ গানের এই গীতিকবি ও সুরকার বলেন, খালিদ ভাই আর নেই। আজ সন্ধ্যা সাতটায় চিরবিদায় নিয়ে চলে যান তিনি। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি আরও  বলেন, কয়েক বছর ধরেই হৃদ্‌রোগে ভুগছিলেন খালিদ। একাধিকবার হৃদ্‌রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে। তিনি চাইম ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে জনপ্রিয়তা পান। 'সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ এমন বহু শোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে সংখ্যার দিক থেকে সমসাময়িক শিল্পীদের তুলনায় কম গান করলেও প্রায় সব গানেই তুমুল জনপ্রিয়তা পান খালিদ। অনেক দিন ধরে গানে অনিয়মিত ছিলেন তিনি। নতুন গান প্রকাশ না করলেও গানের সঙ্গে তার সম্পর্কে ছেদ হয়নি কখনও।

কবি সঞ্জিব বলেন, “আমেরিকা থেকে ফিরলেন সদ্য। ভাওয়াল ক্লাব ও দাঁড়কাকের যৌথ আয়োজনে চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল শো ছিল। দুপুরেও উনাকে নিয়ে কথা হলো মাকসুদ ভাইয়ের সাথে।

শব্দ প্রকৌশলী ঈশা খান জানিয়েছেন, রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন হবে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত