সরকারী ভাবে গম সংগ্রহে কাউনিয়ায় কৃষক নির্বাচনে লটারী 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ২০:২৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৪

কাউনিয়া উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারী ভাবে গম সংগ্রহের লক্ষে কৃষক নির্বাচনে লটারী মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

লটারীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা খাদ্য গুদাম মোছাঃ বিলকিস বেগম প্রমূখ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী জানান কাউনিয়া উপজেলায় ৬০৫ জন কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ৬৮ মেঃটন গম সংগ্রহ করা হবে। প্রতি জন কৃষক ৫০০ কেজি করে গম দিতে পারবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত