সরকারি চাকরিতে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৯:২৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫

আফগানিস্তানে সরকারি দপ্তরে পুরুষ কর্মীদের উপর নতুন নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, দাড়ি না রাখলে এবং মাথায় টুপি না পরলে চাকরি চলে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স তিনটি পৃথক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, নতুন নিয়মে কর্মীদের দাড়ি না কামাতে, ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পাজামা পরতে এবং মাথায় ‍টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও জারি হয়েছে।

নতুন এই নির্দেশনা মানা হচ্ছে কিনা যাচাই করতে আফগানিস্তানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গতকাল সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে নজর রেখেছে- আফগানি কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাক মত অনুসরণ করছে কিনা।

এর আগে, ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে নারীদের নিষিদ্ধ করেছিল তালেবান। পরে, নিয়মে সামান্য ছাড় দিয়ে শিক্ষাক্ষেত্রেও নারীদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু, সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে বলেই জানিয়েছেন বর্তমান তালেবান সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত