সরকারি আদেশ অমান্য করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৪:১৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২০
সরকারি আদেশ অমান্য করায় বাগেরহাটের চিতলমারীতে ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ ধারা মোতাবেক চিতলমারীর মেসার্স শেখ ট্রেডার্সকে ৫ হাজার ও মেসার্স এন এস ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছের নেতৃত্বে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেই সাথে তাদের সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল- মারুফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত