সমুদ্রে পাওয়া বোতলের তরল মদ ভেবে পান করে মৃত্যু ৪ জেলের
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১১:২৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭
সমুদ্রে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে সেখানে বেশ কিছু বোতল খুঁজে পান। আর সেই বোতলের পানীয় পান করেই মৃত্যু হয়েছে চার জেলের। গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুজন।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে থাকা অবস্থায় পাওয়া বোতল থেকে অজানা তরল পান করে শ্রীলঙ্কার চার জেলে মারা গেছেন এবং আরও দুজন গুরুতর অসুস্থ হয়েছেন ।
দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত টাঙ্গালে শহর থেকে প্রায় ৩২০ নটিক্যাল মাইল দূরে এসব বোতল খুঁজে পান তারা। মূলত মাছ ধরার জন্যই ওই জেলেরা সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
শ্রীলঙ্কার নৌবাহিনী সাংবাদিকদের বলেছে, ভুক্তভোগী ওই জেলেরা মদ ভেবে সমুদ্রে পাওয়া ওই বোতল থেকে তরল পান করেছিল। শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে বেশ কয়েকটি আউটলেটকে বলেছেন, নৌবাহিনী তাদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
তিনি বলেন, নৌবাহিনী মাছ ধরার জাহাজে থাকা ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করছে। কারণ তাদের চিকিৎসার জন্য ভূখণ্ডে ফেরত নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল না।
সুসান্থ কাহাওয়াত্তে জাতীয় নিউজ স্টেশন আদা ডেরানাকে বলেছেন, জেলেরা কিছু বোতল আবার ওই এলাকায় কর্মরত অন্যান্য ক্রুদেরও বিতরণ করেছে। তিনি আরও বলেন, ওই ক্রুদেরও এ বিষয়ে জানানোর চেষ্টা করা হচ্ছে।
নৌবাহিনী স্থানীয় মিডিয়াকে জানিয়েছে, জেলের মাছ ধরার ওই নৌকাটিকে অন্য একটি জাহাজের মাধ্যমে তীরে ফিরিয়ে আনা হচ্ছে। এই নৌযানটি টাঙ্গালে থেকে রওনা হয়েছিল গত ৪ জুন।
কর্তৃপক্ষ এখন সমুদ্রে পাওয়া ওই বোতলগুলোর ভেতরে কী আছে তা খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত