সমাজ গঠনে প্রয়োজন সরকারের পাশাপাশি জনগনের সচেতনতা অপরিহার্য- ডিসি মুন্সীগঞ্জ

  লিটন মাহমুদ

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫

"একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য" এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। "তরুণ সমাজের ঐক্য ও সততাই পারে একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে, পারিবারিক মূল্যবোধ এবং ব্যক্তিগত সততা—এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে ধারণ করে

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, মুন্সীগঞ্জ এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কালেক্টরেট প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও বর্নাঢ্য র‌্যালী আয়োজন করা হয়। বর্নাঢ্য র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নুরমহল আশরাফী বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত