সমাজ আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি!

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১১:১৮

লতা মঙ্গেশকরের মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান এমন গুজব ছড়িয়ে পড়েছে। প্রয়াত কিংবদন্তির শেষকৃত্যে শাহরুখের ‘দোয়ার’র একটি ভিডিও সামনে আসার পর কেউ কেউ এই অভিযোগ তোলেন।

সেদিন আসলে কি ঘটেছিল? থুতু  বিতর্কেই এবার কিং খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতোন্ডকর।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অঙ্গ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল করায় বিতর্কের শুরু। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মুসলিম রীতি অনুযায়ী, প্রয়াত যে ব্যক্তির জন্য ‘দোয়া’ করা হচ্ছে, তাকে লক্ষ্য করে ফুঁ দেয়া হয়। ধর্মবিশ্বাস বলে, এতে তার থেকে অশুভ শক্তিকে দূরে সরানো যায়। রেওয়াজ মেনে লতার জন্য সেটাই করছিলেন শাহরুখ।

এবার সত্যিটা মনে করিয়েই শাহরুখের পাশে দাঁড়িয়েছেন ঊর্মিলা। এই অভিনেত্রী বলেছেন, আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এতো নীচে নেমেছে দেখে দুঃখ হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত