সভ্যতার কারিগর
প্রকাশ: ৫ মে ২০২১, ০৯:১৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০
কাঠফাটা রৌদ্র জ্বলেপুড়ে চামড়া
দিন রাত কাজ করে স্বপ্নচারীরা,
মুষ্টিবদ্ধ শত হাতে কত তার জীবিকা
গড়ে তোলে স্বপ্নের পৃথিবী অট্টালিকা।
দুর্বোধ্য পথে থামা নেই মৃত্যুর ভয় নেই
ওদের হাতুড়ি কাস্তের ক্ষয় নেই ক্ষয় নেই,
যুগে যুগে ওরা বিলিয়ে দিচ্ছে যৌবন আত্মা
শুধু এই ক্ষুধার্ত পৃথিবীকে দিতে সুখের বার্তা।
দুপচাঁচিয়া,বগুড়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত