সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন: পরিকল্পনামন্ত্রী
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১৯:৫৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৯
মৌলভীবাজারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য, রয়েছে মণিপুরি, খাসিয়া, গারো, সাঁওতাল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান। এ দেশে সব সংস্কৃতি এবং সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন।’
‘আমাদের রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য, রয়েছে মণিপুরি, খাসিয়া, গারো, সাঁওতাল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান। এ দেশে সব সংস্কৃতি এবং সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন।’
মৌলভীবাজার শহরে মনু নদের পাড়ে শুক্রবার দুপুরে বিনোদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘রাজনীতি চর্চার বিষয়। নির্বাচন বয়কট করে তারা বেনামে নির্বাচনে অংশগ্রহণ করছেন, এ আবার কী ধরনের কাণ্ড।’
শহরের শান্তিবাগ এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় পৌর মেয়র ফজলুর রহমান সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো. জাকারিয়া।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এরই মধ্যে সৌন্দর্যকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে, ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের শান্তিবাগ এলাকায় মনু নদের পাড়ে সড়ক, শিশুপার্ক, হাঁটাপথ ও সৌন্দর্যকরণ প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে চাঁদনীঘাট মনু সেতু থেকে ডাকঘর পর্যন্ত ৮০০ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণ হবে। সড়কের দুই পাশে থাকবে পায়ে চলার পথ। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১১ লাখ টাকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত