সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান জিতেছেন টেলর সুইফট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১৫:৫৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮

ফাইল ছবি

পপ সুপারস্টার টেলর সুইফট আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান জিতেছেন।

রবিবার [২০ নভেম্বর] রাতে লসঅ্যাঞ্জেলেসে জমকালো এই আসর বসে। যেখানে বছরের সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হন টেলর। ‘অ্যান্টি-হিরো’ গায়িকা ধন্যবাদ জানান শ্রোতা ও ভোটারদের। যারা তাকে বর্ষসেরা হিসেবে নির্বাচিত করেছে। শুধু বর্ষসেরাই নন, টেলর জিতেছে আরও বেশ কটি বিভাগের পুরস্কার। যেন এবারের আসরটি বসেছে টেলরকে ঘিরেই! 

টেলর অ্যাওয়ার্ড মঞ্চে উঠে বলেন, ‘আমি এখনও গান করছি এবং আপনারা এখনও সেগুলো আগ্রহ নিয়ে শোনেন; এটা আমার কাছে কতটা অবিশ্বাস্য তা আমি প্রকাশ করতে পারবো না।’


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত