‘সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে’, শাকিবের নতুন সিনেমার টিজার দেখে বুবলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১১:২২ |  আপডেট  : ১ মার্চ ২০২৫, ১৩:২২

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘বরবাদ’-এর টিজার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারে অন্য এক শাকিব খানকে দেখা যায়। ‘বরবাদ’-এ দর্শকরা যে ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন, মিলেছে তার আভাসও। 

এদিকে ‘বরবাদ’ সিনেমার টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। টিজার দেখে বেশ উচ্ছ্বসিত তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার নিয়েও কথা বললেন। 

বুবলী বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার ‘বরবাদ’ সিনেমার টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।

শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় বুবলীর। তারপর একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন এই নায়িকা। একটা সময় শাকিবের সঙ্গে বুবলীর প্রেম-বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলী তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। 

যদিও সময়ের ব্যবধানে তাদের সেই সম্পর্কে ভাটা পড়েছে, দূরত্বই বেড়েছে।  শাকিব খানের সঙ্গে শবনম বুবলীকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে।

এদিকে ‘বরবাদ’ সিনেমার টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল শাকিব খানকে! এর আগে কখনো তাকে এভাবে দেখা যায়নি। আর সেই কারণে টিজারটি তার ভক্তদের জন্য একেবারে চমকপ্রদ। টিজার দেখেই ধারণা করা হচ্ছে, এটি প্রেম এবং প্রতিশোধের গল্প হতে যাচ্ছে। 

‘বরবাদ’ সিনেমা নিয়ে শাকিব খান বলেছিলেন, ‘এটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে।’

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র পর শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা এটি।  এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। 

‘বরবাদ’ সিনেমায় আরও দেখা যাবে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানও। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত