সন্ধ্যায় ৫ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১ মার্চ ২০২২, ১৪:২৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:১২

সিএনজি স্টেশন আজ মঙ্গলবার থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে। বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকত। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশন-এর বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত