সদ্য কারামুক্ত ছাত্রদল নেতা ইসাহাক সরকারকে এমপি মোশারফের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ২০:০১ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বার বার কারা নির্যাতিত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার কারামুক্ত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া-৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন।
এসময় তিনি বলেন, ছাত্রদলের সোনালী ফসল সদ্য কারামুক্ত ইসাহাক সরকারের দীর্ঘদিনের কারাবাস দলীয় নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মিথ্যা মামলার বেড়াজালে বছরের পর বছর কারাভোগ করেছেন। ভেঙে পড়েননি একটুও। রাজনীতির জন্য, দলের জন্য তার এ ত্যাগ বৃথা যেতে পারেনা। ইসাহাক সরকারের এ ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আরো ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তত থাকতে হবে। তার এ উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনে জাতীয়তাবাদী কর্মীদের কোনো বাধাই দমাতে পারবে না ইনশাল্লাহ। এ সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণের ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত