এখনও মার্কিন কংগ্রেসের মালিক ইসরাইলই রয়ে গেছে: জারিফ
সত্যিকার অর্থেই ইসরাইল ছিল মার্কিন কংগ্রেসের প্রকৃত মালিক: ট্রাম্প
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ০৯:৫০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২২:২২
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জবাব দিয়েছেন।সম্প্রতি মিডল ইস্ট মনিটরে ট্রাম্পের একটি বক্তব্য প্রকাশিত হয় যেখানে তিনি বলেন, “সত্যিকার অর্থেই ইসরাইল ছিল মার্কিন কংগ্রেসের প্রকৃত মালিক।” জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে ওই খবরের লিঙ্ক তুলে ধরে লিখেছেন, “এখনও মার্কিন কংগ্রেসের মালিক ইসরাইলই রয়ে গেছে।”
ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, “ইসরাইল গত এক দশকে সত্যিকার অর্থে মার্কিন কংগ্রেসের মালিক ছিল কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে।” ট্রাম্প আরো বলেন, “কংগ্রেসে আমি এত বড় পরিবর্তন আর দেখিনি। কংগ্রেসের মালিক ছিল ইসরাইল। আপনি এ বিষয়টি উপলব্ধি করবেন। ১০ বছর আগে ১৫ বছর আগে কংগ্রেস ছিল ইসরাইলের নিয়ন্ত্রণে। তখন কংগ্রেসে ইসরাইলের প্রচুর শক্তি ছিল। কিন্তু আজ পরিস্থিতি প্রায় উল্টে গেছে।”
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কার্টজ ও ইলহান ওমরের মতো বর্তমান কংগ্রেস সদস্যদের নাম উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এসব কংগ্রেস সদস্য ইসরাইলকে ঘৃণা করেন। তারা প্রচণ্ডভাবে ও পক্ষপাতদুষ্টভাবে ইসরাইলকে ঘৃণা করেন; তারাই এখন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন এবং সেখানে এখন আর ইসরাইলের কোনো প্রভাব নেই। আমি বলতে চাই, এটি একটি বিস্ময়কর ঘটনা। আমি এর আগে কখনও এমনটি দেখিনি।”
ট্রাম্পের ওই বক্তব্যের জবাব এক কথায় দিয়েছেন সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, “এখনও [ইসরাইল মার্কিন কংগ্রেসের মালিক] আছে।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত