সকল সামাজিক প্রকল্পের তহবিল জিটুপি’র আওতায় আনা হবে : অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২৩, ১৮:৪০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বলেছেন, আসন্ন অর্থবছর  থেকে সরকার সমস্ত নগদ ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পেমেন্টকে ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থার আওতায় আনবে।

তিনি বলেন, ‘সরকার-থেকে-ব্যক্তি (জিটুপি) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে অধিকতর নির্দিষ্ট লক্ষ্যমুখী, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা চালু করেছে।’ রাজধানীর জাতীয় সংসদে ২৩-২৪ অর্থবছরের (এফওয়াই) প্রস্তাবিত ৭.৬১ লক্ষ কোটি টাকার জাতীয় বাজেট পেশকালে মন্ত্রী একথা বলেন। 

কামাল বলেন, এ পদ্ধতির আওতায় ইএফটি’র মাধ্যমে নগদ-ভিত্তিক ২৫টির কর্মসূচির মধ্যে ২২টিতে সুফলভোগীদের মাসিক ভাতা একটি নির্দিষ্ট তারিখে সরাসরি তাদের পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইলে একাউন্টে চলে যাবে। 
২০২৩-২৪ সালে, বাকি নগদ-ভিত্তিক কর্মসূচিগুলোকে জিটুপি’র আওতায় আনা হবে। এখন নগদভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৮০ শতাংশের বেশি জিটুপি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত