সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাবে, আশা মির্জা ফখরুলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬ |  আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০

বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বোরোনো সময় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করব দ্রুত সংস্কারের বিষয়ে ঐক্যমত তৈরি হবে। অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

এর আগে বিকেল তিনটার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি'র প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। 

প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে সংস্কারের যেসব রিপোর্ট প্রত্যেকটি কমিশন দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে। দলগুলো এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজ প্রাথমিক আলোচনা হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, ১২দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে উলামায়ে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকে অংশ নেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত