সংরক্ষিত আসনে প্রথম দিনেই আ'লীগের ফরম বিক্রিতে আয় ৪ কোটি টাকা
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য প্রথমদিনে আওয়ামী লীগের আবেদনপত্র বিক্রি হয়েছে ৮১০ টি। প্রত্যেকটি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকা করে। আর এসব মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।
এদিন সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা।
এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তারিখ জানায় আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত