সংকীর্তন
প্রকাশ: ১ মে ২০২১, ০৯:০৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭
মন্দিরতে ঘণ্টা বাজে
সন্ধ্যা আরতির তালে,
ভক্তরা দলে দলে এসে
সংকীর্তন গেয়ে চলে।
খোল বাজায় কত্তাল বাজায়
শঙ্খতে ফুঁ দেয় উলুর ধ্বনি দেয়,
ভক্তরা গ্রামের ভিতর হেঁটে হেঁটে
নেচে নেচে সংকীর্তন গায়।
বাড়ি বাড়ি যায় ওরা
সংকীর্তন গেয়ে গেয়ে,
বৈশাখ মাস এলে
মেতে উঠে গ্রাম যে।
দুপচাঁচিয়া,বগুড়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত