ষোলই ডিসেম্বর - তাইফুর রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২০

ষোলই ডিসেম্বর 

মো. তাইফুর রহমান

 

একাত্তরে ছুটলো দেশে

স্বাধীনতার ঝড় 

কাঙ্ক্ষিত সেই বিজয় আসে

ষোলই ডিসেম্বর।

 

বীর বাঙালি হার মানে না

হোক না জীবন শেষ

বিজয় মানে কষ্টে পাওয়া

স্বাধীন বাংলাদেশ। 

 

লাল-সবুজের এই পতাকার

আছে অনেক দাম 

রক্ত দিয়ে লেখা হলো

বাংলাদেশের নাম।

 

শত্রুরা তো ভয়ে কাপে

পরাজিত হয় 

নয় মাস ব্যাপী যুদ্ধ করে

আমরা পেলাম জয়।

 

সবুজ শ্যামল দেশকে নিয়ে

গর্ব করি ভাই

বহু কষ্টের স্বাধীনতা

রক্ষা করা চাই।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত