শ্রীলঙ্কার লিগ খেলতে গেলেন তিন টাইগার ক্রিকেটার
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১৯:৪২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭
পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। শনিবার (২৯ জুন) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল বেশ আগেই। এরপর দেশে ফিরে আসেন নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন টাইগার ক্রিকেটাররা।
আগামী মাসে শুরু হতে যাওয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে ফের ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। তিন দেশের এসব লিগে খেলবেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। সবার আগে শ্রীলঙ্কার লিগ খেলতে দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
রোববার (৩০ জুন) লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন এই তিন টাইগার ক্রিকেটার। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মোস্তাফিজ। আর তাসকিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।
এবারই প্রথম লঙ্কান লিগে খেলবেন তাসকিন। দোয়া চেয়ে টাইগার এই পেসার বলেন, ‘প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত