শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১০:৩০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭

পাল্লেকেলে টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপ্রত্যাশিত সিরিজ হারের পর শ্রীলঙ্কা সফরটা বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরানোর। সেই লক্ষ্যে একদিক দিয়ে শুরুটা টস জিতে ভালোই হলো বাংলাদেশের।

ক্যান্ডির পাল্লেকেলের উইকেটে যথেষ্ট ঘাস আছে। সে জন্যই তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রয়েছেন দুই স্পিনারও। গতি আক্রমণে আজ বাংলাদেশ দল ভরসা রাখছে তাসিকন আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেনের ওপর। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ঘূর্ণি আক্রমণটা সামলাবেন। পাঁচ বোলার নিয়ে বাংলাদেশ এ টেস্টে খেলতে নামছে ইতিবাচক মানসিকতা নিয়েই। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলছেন সাইফ হাসান।

পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন।

শ্রীলঙ্কা দলে এই টেস্ট দিয়েই ফিরছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটায় অনুপস্থিত ছিলেন। লঙ্কান দলেও খেলছেন তিন পেসার। এ ছাড়াও স্পিনার হিসেবে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দানাঞ্জায়া ডি সিলভা। অভিজ্ঞ দিনেশ চান্ডিমালের জায়গায় খেলছেন পাথুম নিসাঙ্কা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত