শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিসিবির দল ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মে ২০২১, ১৯:৩৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২০

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ওপেনার ইমরুল কায়েসকে ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে । ইমরুল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। ২০১৯ সালের ভারত সফরে কলকাতা টেস্ট ছিল দেশের হয়ে ইমরুলের সর্বশেষ ম্যাচ। প্রায় দুই বছর পরে আবার জাতীয় দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলেও ছিলেন তিনি।

ইমরুল সহ সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যারা আছেন তাঁরা আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। শ্রীলঙ্কা সফরে থাকা দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম করে অনুশীলনে যোগ দেওয়ার কথা। 

৭ মে থেকে পুরো দল এক সঙ্গে অনুশীলন করবে। ঈদের ছুটি পর্যন্ত এভাবেই চলবে প্রাথমিক দলের অনুশীলন। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঘোষণা করা হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল। 

সিরিজটি খেলতে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে আসার কথা ১৬ মে। করোনাকালের ক্রিকেটে এটি বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ। এর আগে বছরের শুরুতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

২৩ সদস্যের প্রাথমিক দল:

তামিম ইকবাল,  মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত