শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ে মির্জা ফখরুলের অভিনন্দন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:১৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২১

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতহাস গড়া তামিম ইকবালের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দিবারাত্রির ম্যাচে শ্রীলংকাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচ জয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন বার্তা পাঠান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হারিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ৪৮ ওভারে ২৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন। 

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে বৃষ্টি আইনে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত