শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ে অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:৪২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

পৃথক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, এক ম্যাচ‌ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বৃষ্টি আইনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ১০৩ রানে জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত