শ্রীনগর হতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার এক

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:১২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে আইস ও ইয়াবাসহ মাজেদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ধামলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব।

মাজেদা বেগমকে গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় এগারো গ্রাম আইস ও ৯৯২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতার মাজেদা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের কাজ করে আসছিল এই নারী মাদক ব্যবসায়ী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত