শ্রীনগর থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১০:৩৫ | আপডেট : ৪ মে ২০২৫, ১৯:৩১

“মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে, কোভিট-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় শ্রীনগর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার দিনব্যাপী শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞার নের্তৃত্বে থানা পুলিশের একটি টিম এসব মাস্ক বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবে দায়িত্বরত সাংবাদিকদের মাস্ক প্রদান করেন ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা।
দেখা গেছে, শ্রীনগর থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানসহ রাস্তায় রাস্তায় পথচারীদের মাস্ক উপহার দিচ্ছেন। করোনা মোকাবেলায় মানুষকে নিরাপদ থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার পরামর্শ দিচ্ছেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত