শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১৩:৫৫ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:২৩
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ২জন সাংবাদিক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হাওয়াই সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক, হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য, পূর্ব হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হাওয়াই ও দপ্তর সম্পাদক, বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাইজভান্ডারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আছলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জনি, কার্যনির্বাহী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত