শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  মো: নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ২২:২৮ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১৬

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকালে কুকুটিয়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। 

কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বলের স ালনায় এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম, মুরাদ আহমেদ লিটন, কুকুটিয়া কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মঈম কমল, সাবেক সাংগঠনিক আকাশ আহমেদ সুমন, ইউপি সদস্য মো. তপন শেখ, তোফায়েল আহমেদসহ অনেকে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত