শ্রীনগরে ৭২০৩টি পরিবার ৪৩০ টাকায় পাচ্ছেন টিসিবির তেল-চিনি, ডাল

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

সরকার ঘোষিত সারাদেশে ১ কোটি পরিবারকে টিসিবির তেল, চিনি ও ডাল প্রদানের অংশ হিসাবে শ্রীনগরে ৭২০৩টি পরিবার এই পন্য পেতে যাচ্ছেন। প্রতিটি পরিবার ৪৩০ টাকায় ২লিটার তেল,২কেজি চিনি ও ২ কেজি করে মসুর ডাল পাবেন। 

শনিবার দিনভর শ্রীনগর উপজেলা খাদ্য গুদামে ৩টি ইউনিয়নের জন্য ১৩৬২টি পরিবারের জন্য প্যাক করা হয়। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এই কার্যক্রম তদারকি করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুস্পেন দেবনাথ, সহকারী ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ, উপ সহকারী ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

রবিবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নে ৩৪১,বাড়ৈখালী ইউনিয়নে ৪৬৯ ও হাঁসাড়া ইউনিয়নে ৫৫২টি পরিবারকে ৪৩০ টাকায় ২ লিটার তেল,২ কেজি চিনি ও ২ কেজি করে মসুর ডাল প্রদান করা হবে। 

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ১৪টি ইউনিয়নের মধ্যে রবিবার ৩টি ইউনিয়নে টিসিবির এই পন্য প্রদান করা হবে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতে ন্যায্যমূল্যে এগুলো প্রদান করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত