শ্রীনগরে ৪ সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৪ জুন ২০২১, ০৯:৫৯ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬

শ্রীনগরে আড়িয়ালবিল এলাকার একটি পুকুর থেকে ৪ সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর বানিয়া বাড়ি বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ পারভীন আক্তার (৩৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করে। এঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী অহিদ মুন্সীকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

অহিদ আকনের পরিবারের দাবী, জমি নিয়ে বিরোধের জের ধরে পারভীন আক্তার ও তার স্বামী অহিদ মুন্সীকে গত বুধবার রাতে বাসা থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ২ কিলোমিটার দূরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে এবং সেখান থেকে স্বামী পালিয়ে আসে। রাত ৪ টার দিকে উত্তর বালাশুর এলাকা থেকে অসংলগ্ন অবস্থায় স্বামী অহিদ মুন্সীকে এলাকাবাসী উদ্ধার করে। পরে অনেক খোঁজাখুজি করে সকালে পারভীন আক্তারের লাশ আড়িয়ালবিল এলাকার একটি পুকুরে পাওয়া যায়। পুলিশ লাশের কাছ থেকে প্রায় ২০ ফুট দূরে স্বামী-স্ত্রীর মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।

পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা (১৬), মিম (৮), জান্নাত (৪) নামে ৩ কন্যা ও ইয়াসিন (১২) নামে ১ পুত্র সন্তান রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়। অহিদ আকনের মামাত ভাই আলামিন জানান, গত রবিবার সম্পার শশুর বাড়ির লোকজনের সামনে প্রতিপক্ষ রাজা মিয়ার হয়ে ওই এলাকার জনি, অপু, আরিফসহ বেশ কয়েকজন বাড়িতে এসে অহিদ মুন্সীকে মারধর করে। স্থানীয়রা জানায় ওই সম্পত্তির ওপর রাজা মিয়ার সিন্ডিকেটের বাইরে আরেকটি সিন্ডিকেট অহিদ মুন্সীর হয়ে কাজ করছে।

এব্যাপারে  শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের শিকার গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্ত শেষে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত