শ্রীনগরে ৩৩ হাজার টাকার বাজারের ইজারা ১২ লাখ ৩০ হাজার, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৯:৫৩ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪
নজরুল ইসলাম, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার আলামিন বাজারের ইজারা মূল্য নির্ধারণ উঠেছে ১২ লাখ ৩০ হাজার টাকা। গত বছর এই বাজারের ইজারা মূল্য ছিল ৩৩ হাজার ৫শ ৬৭ টাকা। এক বছরের ব্যবধানে বাজারটির ইজারা মূল্য বেড়েছে প্রায় ৩৭ গুন। ইজারা মূল্যের এই বাড়তি বোঝা বাজারটির ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপবে বলে তাদরে মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকে কেন্দ্র করে একটি পক্ষ বাজারের ইজারা নিতে মরিয়া হয়ে উঠে। তারা বাজারের সর্বোচ্চ ইজারা মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করে সিডিউল ড্রপ করে। এই মূল্যে বাজারটির ইজারা পায় মিঠু নামের এক ব্যক্তি।
আলামিন বাজারে প্রতিদিন সকালে পদ্মা তীরবর্তী চরের বাসিন্দারা তাদের উৎপাদিত কৃষিপন্য বিক্রি করতে আসে। তাছাড়া বাজারটিতে পদ্মা নদীর প্রায় অর্ধ শতাধিক জেলে মাছ বিক্রি করতে আসে। বাড়তি ইজারার টাকা দিতে হলে তারা তাদের কৃষিপন্য ও মাছ এখানে বিক্রি করতে আসবে না। ফলে আলামিন,কামারগাও, জগন্নাথ পট্টি,কাদির কান্দা, বাঘড়া সহ বিভিন্ন এলাকার নিত্য প্রয়োজনীয় কৃষি দ্রব্যে ও পদ্মার মাছের চাহিদা পূরণ কষ্ট সাধ্য হবে।
আলামিন বাজারের একাধিক স্থায়ী দোকানদার জানান, বাজারে ইজারার বাড়তি মূল্য পরিশোধ করতে হলে এর প্রভাব ক্রেতা-বিক্রেতা উভয়ের উপরই পরবে। তাতে আস্তে আস্তে বাজারটি তার ঐতিহ্য হারাবে।
আলামিন বাজার কমিটির সাধারণ সম্পাদক আঃ আজিজ বলেন, এতো বেশী টাকায় ইজারার হওয়ার কারনে সাধারণ ব্যবসায়ীরা ভীত হয়ে পরেছে। তবে সরকার নির্ধারিত ইজারা ধার্য করা হলে ব্যবসায়ীদের স্বার্থে আমরা প্রশাসনের সহায়তা নিয়ে তা প্রতিহত করব।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, নিয়ম অনুসারে সর্বোচ্চ দর দাতাকে ইজারা প্রদান করা হয়েছে। তবে ব্যবসায়ীদেরকে বাড়তি চাপ প্রয়োগ করা সহ ইজারার কোন শর্ত ভঙ্গ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত