শ্রীনগরে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১০:৪৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:০০
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এক স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার খৈয়াগাও গ্রামের সিরাজ শেখের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। এসময় কনে স্কুল ছাত্রী সানজিদার অভিবাবককে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে বর সাউথ আফ্রিকা প্রবাসী উমপাড়া গ্রামের নিটনের বাড়িতে বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ প্রদান করেন। লিটন ওই গ্রামের রবেদ আলীর পুত্র।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, জাতীয় টোল ফ্রি নম্বর ১০৯ থেকে কল পেয়ে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেই। বরের পরিবারকেও সাবধান করা হয়েছে। গোপনে যাতে বিয়েটি না হতে পারে প্রশাসন সে দিকে নজর রাখছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত