শ্রীনগরে সেতু আছে রাস্তা নেই!   

  নজরুল ইসলাম  শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ১৯:০৬ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:১৫

শ্রীনগরে সেতু আছে নেই সংযোগ রাস্তা! নির্মিত সেতুর সুফল পাচ্ছে না এলাকাবাসী। উপজেলার আটপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেওপাড়ায় এমনই একটি সেতুর সন্ধান পাওয়া গেছে। উত্তর  দক্ষিন মুখি অবস্থিত সেতুটির দুই পাশের এ্যাপ্রোচ জুড়ে ঝোপ-জঙ্গলে ঢাকা পড়েছে। দূর থেকে দেখে বুঝার কোন উপায় নেই এখানে সরকারের লাখ লাখ টাকা ব্যায়ে সেতু নির্মাণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা জায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছর ৩০ ফুট দৈর্ঘ্য সেতুটির নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৯১৫ টাকা। অথচ সংযোগ রাস্তা না থাকার ফলে নির্মিত সেতুটি জনগণের কোন কাজেই আসছে না। তৎকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঠিক তদারকির অভাবে এ সেতুর সুফল ভোগ করতে পারছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, আটপাড়া এলাকার নন্দিপাড়া কবরস্থান সংলগ্ন দেউপাড়া খালের ওপর নির্মিত সেতুটি বেকার পড়ে আছে। নিচু রাস্তা থেকে সেতুর অবস্থান প্রায় ১০ ফুট উঁচুতে। নিরব নির্জন সেতুর দুই পাড়ের এ্যাপ্রোচসহ পুরো রাস্তাজুড়ে ঝোপ-জঙ্গল ও আগাছায় ভরে গেছে। এতে পথচারীদের বিষাক্ত সাপ আতঙ্কে রাস্তা পাড়ি দিতে হচ্ছে।স্থানীয়রা জানায়, সেতুটি নির্মাণের পর থেকে দুই পাশে মাটি ফেলা হয়নি। সংযোগ রাস্তা না থাকায় নির্মিত সেতু পারাপার কল্পনাতেই থেকে যায়। বেহাল সেতু ও রাস্তার অভাবে দেউপাড়া ও নন্দিপাড়া কবরস্থানে লাশ দাফন করতে আসা মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। তৎকালীন সময়ে চেয়ারম্যান ও মেম্বারদের সঠিক তদারকির অভাবে নির্মিত সেতুর  কোন সুফল আসছেনা এখানে। 

অপর একটি সূত্র জানায়, দেউপাড়া ওই সেতুর ওপর রাতে জমে উঠে মাদক সেবীদের আড্ডা ।  স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন জানান, সংযোগ রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত এ সেতু মানুষের কোন কাজে আসছেনা। আমি ইউপি চেয়ারম্যান সাবের সাথে এ বিষয়ে আলোচনা করবো। সেতুর ওপর মাদকের আড্ডার বিষয়ে তিনি বলেন, আমি সবাইকে বলে দিয়েছি সন্ধ্যার পরে সেতুর ওপরে কোন আড্ডা দেয়া যাবে না। আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, গেলো ইউপি নির্বাচনের প্রচারের সময় দেউপাড়া নির্মিত সেতুটি দেখে আমি অবাক হয়েছি। সংযোগ রাস্তা না থাকার ফলে সেতুতে উঠা নামা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে  এর সমাধান করবো। 

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আশেকুর রহমান বলেন, সরকারের এতো টাকা ব্যায়ে সেতু নির্মাণ হয়েছে অথচ মানুষ এর সুফল পাবে না, এটা তো হবে না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত