শ্রীনগরে সরকারি শিশু সদনে পুরস্কার বিতরণ

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি  

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯

শ্রীনগর সরকারি শিশু সদনে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

সরকারি শিশু সদনে বালকদের ভলিবল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, জেলা ক্রীড়া অফিসার খাদিজা শারমিন, রাঢ়ীখাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহানা আফরোজ,শিশু সদনের তত্ত্বাবধায়ক আনিসুর রহমান প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত