শ্রীনগরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা 

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:

প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৯:০৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের টেলিফোন মার্কার চেয়ারম্যান প্রার্থী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শ্রীনগর প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনে করেন। 

কাজী শামীম ইমাম সাচ্চু বলেন,  আমি ষোলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের অনুরোধে চয়ারম্যান পদে অংশগ্রহন করেছিলাম। কিন্তু আমার দল বিএনপি এই নির্বাচন কমিশনে অধিনে নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত নেন। তাই আমি দলের কাছে ক্ষমা চেয়ে এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আমার চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করছি। ষোলঘর ইউনিয়নের শান্তি প্রিয় জনগন যারা আমাকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের পাশে সব সময় আছি এবং থাকবো। 

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবগ দলের আহবায়ক নুরুল ইসলাম পার্থ,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রিপন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত