শ্রীনগরে শেষ হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল
প্রকাশ: ২৩ মে ২০২২, ২১:২৬ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪
মুন্সীগঞ্জে শ্রীনগরে হট্টগোলের মধ্যে দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট। সোমবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঝেই বেঁধে যায় দুই পক্ষের মাঝে হট্টগোল পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উভয় পক্ষকে শান্ত করে। পরবর্তীতে ১০ মিনিটের মাঝেই খেলা শেষ হয়ে যায়। খেলায় কোলাপাড়া ইউনিয়ন একাদশ অনুর্ধ-১৭ (বালক) বনাম তন্তর ইউনিয়ন একাদশ অনুর্ধ-১৭ (বালক) অংশ নেয়। ফলে ৫০ মিনিটের খেলায় ১-০ গোলের ব্যাবধানে তন্তর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর। উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃহাজী তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি)ব্যারিস্টার সজীব আহমেদ, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত