শ্রীনগরে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা -২০২২  

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১০:১৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৫

মুন্সীগঞ্জ শ্রীনগরে রাড়িখাল বহুমূখী সমবায় সমিতির ১ যুগ পূর্তি উপলক্ষে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টা সময় উপজেলা রাঢ়ীখাল ইউনিয়নের রাড়িখাল স্কুল মাঠে দক্ষিণ রাড়িখাল অগ্রদূত ক্রিয়া সংঘ ও দামলা রমজান স্মৃতি ক্রিয়া সংঘ ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়। 

সে সময় দামলা রমজান স্মৃতি ক্রিয়া সংঘ কে ১৭ রানে হারিয়ে বিজয় হন রাড়িখাল স্মৃতি অগ্রদূত ক্রিয়া সংঘ। রাড়িখাল বহুমুখী সমবায় সমিতি সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিক্রামপুর ভূইয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশের আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মশিউর রহমান চপল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাড়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব রেজোয়ান হোসেন ঢালী, সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ হানিফ বেপারী, রাড়িখাল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন (শিমুল)। পরে খেলোয়াড় দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত