শ্রীনগরে রুসদী বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী সুফিয়া কামাল দল
প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১২:০৩ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:০৫
শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ হয়েছে। সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে বির্তক প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজের চেয়ে খারাপ কাজে বেশী বিভ্রান্তি সৃষ্টি করছে”। এর পক্ষে বিদ্যালয়ের দশম শ্রেণির সুফিয়া কামাল দলের দলনেতা মো. তালহা জুবায়ের, ফাহিম শেখ, আব্দুল্লাহ্ধসঢ়; আল সামি ও বিপক্ষে কাজী নজরুল ইসলাম দলের দলনেতা সানজিদা ইসলাম, নিথী ইসলাম, তাহমিনা আক্তার উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এতে বিজয়ী হয় দশম শ্রেণি সুফিয়া কামাল দল। শেষ্ঠ বক্তা হিসেবে গণ্য হয় একই দলের দলনেতা মো. তালহা জুবায়ের। বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, অভিভাবক সদস্য ফরহাদ হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মঈম কমল, আইসিটি শিক্ষক আবুল হোসেন, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত