শ্রীনগরে রাস উৎসব

  শ্রীনগর হতে নজরুল ইসলাম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১৪:২৬ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৭

জমিদার যদুনাথ রায়ের দীঘিতে আজ রাস উৎসব উপলক্ষে পূণার্থীরা পুন্য লাভের আশায় স্নান করে। 

দীর্ঘদিন যাবত গয়া কাশি বৃন্দাবনের আদলে রাস উংসব অনুষ্ঠিত  হচ্ছে।  তবে করোনা কালিন অবস্থা বিরাজ করায় গতবছর ও এবছর লোক সমাগম কম হলেও আয়োজক গন বাহুলতা  বর্জন করে শুধু মাত্র ধর্মিয় বিষয়টা  প্রাধান্য  দিয়েছে বলে রাস উংসবের সদস্য  সচীব বলরাম বাহাদুর জানিয়েছেন।  পুজা শেষে,প্রসাদ বিতরণ  করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত