শ্রীনগরে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২০ টি স্বর্ণের বারসহ আটক ২

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৯ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩

নজরুল ইসলাম প্রতিনধি শ্রীনগর মুন্সীগঞ্জ। ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

১৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় দক্ষিণবঙ্গগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় বাসে থাকা দুই যাত্রীর শরীর তল্লাশি চালিয়ে কোমড়ে সাথে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বর্ণের বার বহনকারী দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন-যশোর বেনাপোল এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ মোস্তফা ও যশোরের বাঘারপাড়া এলাকার হামিদ মন্ডলের ছেলে নাজিম মন্ডল।

হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার বহনকারী ওই দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত