শ্রীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন
প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৭:৫৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
শ্রীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর’র উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সিংপাড়া এলাকায় বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবীর।
বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজ্জাম্মেল হক জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারোয়ার কবীর বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হচ্ছে। তিনি সবাইকে বেশী করে গাছ লাগানোর আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম মিয়া, তন্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুল হক দুলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু, আটপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বীরতারা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, আ’লীগ নেতা জুলহাস আহমেদ পাপ্পু, যুবলীগ নেতা মেহেদী হাসান কাকন, আলী আফজান খান, মোহাম্মদ আলী কেলে, সাজ্জাদ হোসেন, অনিল আহমেদ জয়, সজিব আহমেদ, মো. রনি শেখ, মো. আসিফ, ইভানসহ অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত